Site icon Jamuna Television

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে তালেবান কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের আসাদাবাদে বোমা বিস্ফোরণে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আফগানিস্তানের প্রাদেশিক কর্মকর্তা জানান, দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে এক তালেবান কমান্ডার নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন। তালিবানের কুনার প্রদেশের শিগাল জেলার সাবেক কমান্ডারকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয় বলে দাবি করেন তিনি।

কুনারের কেন্দ্রীয় হাসপাতালের এক চিকিৎসক জানান, আহতদের মধ্যে তালেবানের চার যোদ্ধা ও সাত বেসামরিক নাগরিক রয়েছেন। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, গত শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় প্রায় ১০০ মানুষের প্রাণহানি হয়। সাম্প্রতিক বড় ধরনের দুটি হামলার দায় নিয়েছিল আইএস-খোরাসান।

বর্তমানে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএস-কে বেশ সক্রিয় রয়েছে। 

Exit mobile version