Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধ, মা-বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতীকী

চট্টগ্রামের মীরসরাইয়ে মা-বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত দম্পতির মেয়ে বাদী হয়ে গতরাতে জোরারগঞ্জ থানায় মামলা করেন। একমাত্র আসামি করা হয়েছে পরিবারের বড় ছেলে সাদ্দাম হোসেনকে। গ্রেফতার সাদ্দামকে আজ আদালতে হাজির করা হবে।

এর আগে গতকাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা-বাবা ও ভাইকে হত্যার কথা স্বীকার করেছে সাদ্দাম। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড। সম্পৃক্ততা না মেলায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে সাদ্দামের স্ত্রীকে।

গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মোস্তফা সৌদাগর, তার স্ত্রী জোসনারা বেগম এবং ২৪ বছর বয়সী ছেলে হোসেন আহম্মেদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version