Site icon Jamuna Television

সেনা অভিযানে পশ্চিম আফ্রিকার শীর্ষ আইএস নেতা নিহত: নাইজেরিয়ার সেনাপ্রধান

আবু মুসাব আল বারনাবি

সেনা অভিযানে পশ্চিম আফ্রিকার শীর্ষ আইএস নেতা আবু মুসাব আল বারনাবি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে নাইজেরিয়ার সেনাপ্রধান জেনারেল লাকি ইরবার।

গত সেপ্টেম্বরে আইএস নেতা আবু মুসাব আল বারনাবি নিহত হওয়ার কথা জানায় নাইজেরিয়ার বিভিন্ন গণমাধ্যম। যদিও সে সময় তার মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নাইজেরিয়ার সেনাপ্রধান জানান, গোপন অভিযানে মৃত্যু হয় বারনাবির। এ নিয়ে চলতি বছর পশ্চিম আফ্রিকায় আইএসের তৃতীয় শীর্ষ নেতার মৃত্যু হলো। এর আগে অঞ্চলটিতে সেনা অভিযানে আইএসর প্রধান আবু বকর শেকু এবং আবু ওয়ালিদের মৃত্যু হয়।

Exit mobile version