Site icon Jamuna Television

তাপমাত্রা মাপবে অ্যাপল এয়ারপডস, পর্যবেক্ষণ করবে শরীরের ভঙ্গি

ছবি: সংগৃহীত

প্রযুক্তির মাধ্যমে বাজার ধরতে এবার নতুন চমক দিলো অ্যাপল। অ্যাপল ওয়াচের পর এবার অ্যাপল এয়ারপডগুলিতে শ্রবণশক্তি, শরীরের তাপমাত্রা ও ভঙ্গি পর্যবেক্ষণের মতো স্বাস্থ্য সম্পর্কিত সরঞ্জামগুলিও রাখা থাকবে বলে জানানো হয়েছে।

দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সূত্রে জানা যায়, এই অভিনব পরিকল্পনাগুলি যুক্ত করার মাধ্যমে অ্যাপলের উচ্চাকাঙ্ক্ষাকে আরও বেশি প্রকাশ পাবে। রিপোর্ট অনুসারে, অদূর ভবিষ্যতে এই বৈশিষ্ট্যগুলো অ্যাপল তাদের এয়ারপডগুলোতে আনতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। আইফোনের সাহায্যে ডিপ্রেশন এবং কগনিটিভ ডিক্লাইন নির্ণয় করার চেষ্টাও করছে অ্যাপল।

চলতি বছরের সেপ্টেম্বর মাসের এক প্রতিবেদনে অ্যাপল জানিয়েছিল, রক্তচাপ, তাপমাত্রা, ঘুমের মান, রক্তের অক্সিজেন এবং রক্তের শর্করার পর্যবেক্ষণ সহ ওয়াচে বিভিন্ন সেন্সর যুক্ত করার উপায়গুলো অনুসন্ধান করছে।

পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৭ হল প্রথম অ্যাপল ওয়াচ যেটি ধুলো প্রতিরোধের জন্য একটি আইপি ৬ এক্স সার্টিফিকেশন আছে এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং বজায় রাখে বলে দাবি করেছে সংস্থাটি।

Exit mobile version