Site icon Jamuna Television

‘সরকারের উদাসীনতার কারণে মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে’

মণ্ডপে সরকারের উদাসীনতার কারণে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সারাদেশের কিছু কিছু মণ্ডপে সরকারের উদাসীনতার কারণে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। অবিলম্বে এ হামলার ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

মন্দিরে মন্দিরে দুর্গা মায়ের নিরাপত্তা চেয়ে এ কর্মসূচি পালন করেন সনাতন ধর্মের অনুসারীরা। কর্মসূচি থেকে প্রতিবাদ স্বরূপ সিঁদুর খেলা বর্জনের আহ্বান জানান এই সম্প্রদায়ের নেতারা।

শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জুমার নামাজের পর প্রতিমা বিসর্জনের জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার।

ইউএইচ/

Exit mobile version