Site icon Jamuna Television

তালেবানের সাথে বিরোধের জেরে বিমান চলাচল স্থগিত করলো পাকিস্তান

সংগৃহীত ছবি

তালেবানের সাথে বিরোধের জেরে ইসলামাবাদ-কাবুল বিমান চলাচল স্থগিত করলো পাকিস্তান। ভাড়া নিয়ে বিরোধের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসলামাবাদ বলছে, পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ’র ভাড়ায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে তালেবান; এ কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর ইসলামাবাদ-কাবুল বিমান ভাড়া ১৫০ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৬শ ডলার ধার্য করে পিআইএ কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয়, যাত্রী কমে যাওয়ার কারণে ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে তারা।

তবে, তালেবান আগের ভাড়া নিতে নির্দেশ দেয় কাবুলের পিআইএ শাখাকে। এমনকি আফগানিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষকে যেকোনো মূল্যে পিআইএ’র কাছ থেকে আগের ভাড়া আদায় করতে বলা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসলামাবাদ-কাবুল বিমান চলাচল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

Exit mobile version