Site icon Jamuna Television

কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত: তাজুল ইসলাম

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত; যারা এটি ঘটিয়েছে তাদের লক্ষ্য ছিল আরও ক্ষতিকর কিছু করা বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে এলজিআরডি মন্ত্রী মিন্টো রোডের সরকারি বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ষড়যন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে সকল নির্বাচিত জন প্রতিনিধিদের ভূমিকা পালনের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী স্বাভাবিকভাবে কোন কিছু না পেয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। মন্ত্রী বলেন, যারা উন্নয়নের বিরোধিতা করে তারা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, তার এলাকায় হিন্দু-মুসলিমের মধ্যে সম্পর্ক ভাল। এছাড়াও কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

Exit mobile version