Site icon Jamuna Television

১৬ বছর পর চালু হচ্ছে ট্রেজারি বন্ডের লেনদেন

দুই মাসের মধ্যে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি বাজার পুরোপুরিভাবে চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসইর মাধ্যমে প্রাইমারি ডিলাররা বন্ড কেনাবেচা করতে পারবেন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সিএসইতে বিও অ্যাকাউন্টধারীসহ সব শ্রেণির বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন।

প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১৬ বছর পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ট্রেজারি বন্ডের লেনদেন হয়েছে। এর আগে ২০০৫ সালে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি বাজারের কার্যক্রম উদ্বোধনের দিনে একটি লেনদেন হয়েছিল। এরপর ৫ থেকে ২০ বছর মেয়াদি ২২২টি বন্ড তালিকাভুক্ত হলেও কখনোই এ বাজারে এসব বন্ডের লেনদেন হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ট্রেজারি বন্ডের সেকেন্ডারি লেনদেন চালু ছিল। দেশের বিনিয়োগকারীদের ফিক্সড ইনকাম খাতে বিনিয়োগের সুযোগ করে দিতে সাত বছর ধরে ট্রেজারি বন্ড বাজারে কার্যকরভাবে চালুর চেষ্টা করছে ডিএসই।

গত ১৬ বছরে ডিএসইতে ২২২টি ট্রেজারি বন্ড তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে ৯৫টির মেয়াদ রয়েছে। বাকি ১২৭টির মেয়াদ শেষ। গতকাল লেনদেন হওয়া ১০ বছর মেয়াদি বন্ডটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ২০ জানুয়ারি।

Exit mobile version