Site icon Jamuna Television

ভারতে গাঁজা সেবনের অনুমতি দেয়া হোক: পরিচালক হ্যানসাল মেহতা

ছবি: সংগৃহীত

এবার গাঁজা নিয়ে নতুন দাবি উত্থাপন করলেন বলিউডের বিখ্যাত পরিচালক হ্যানসাল মেহতা। তার মতে, গাঁজাকে আর যেন নিষিদ্ধ হিসেবে না ধরা হয়। কেননা, অনেক দেশেই গাঁজা বর্তমানে নিষিদ্ধ নয়। এই নিয়ে তিনি টুইটারে একটি টুইট করেছেন।

টুইটারের পোস্টে মেহতা লিখেন, গাঁজার সেবন আজ আর বহুদেশে নিষিদ্ধ নয়। বহুদেশে এটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবেও গণ্য করা হয় না। আমাদের দেশে এটি মাদক আটকানোর থেকেও বেশি কাওকে হয়রানির জন্য বেশি করা হয়ে থাকে। সেকশন ৩৭৭-র মতো, এই আইনেও পরিবর্তন আনা দরকার।

আর সেই টুইটের উত্তরে পূজা ভাট লিখেছেন, আমি নিশ্চিত এরপর ওরা নতুন কোনো হাস্যকর জিনিস বের করবে।

শাহরুখের ছেলে আরিয়ানের জামিনের মামলা ২০ অক্টোবর পিছিয়ে দেয়ার পরেই এই টুইট করেন হ্যানসাল। এর আগে গত ৩ অক্টোবর এনসিবির হাতে গ্রেফতার হন শাহরুখপুত্র। আপাতত রয়েছেন আর্থার রোডের জেলে। প্রসঙ্গত, ২ অক্টোবর রাতে মুম্বাইতে এক প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ান খান, আরবাজ মার্টেন্ট ও মুনমুন ধমেচাকে।

Exit mobile version