Site icon Jamuna Television

নৌ সেনাদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নৌবাহিনীর সদস্যদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী। দেশটির নৌ বাহিনী জানিয়েছে, ২৮ নভেম্বরের মধ্যে যেসব নৌ সেনা ভ্যাকসিন নেবে না তাদেরকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী মুখপাত্র জানান, ভ্যাকসিন গ্রহণ সকল সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক। যারা ২৮ নভেম্বরের মধ্যে ভ্যাকসিন নেবে না, তাদের বহিষ্কারের পরিকল্পনা আছে নৌ বাহিনীর।

এর আগে পেন্টাগনের নির্দেশনা ছিল, আগস্টের মধ্যে সেনাবাহিনীর সকল সদস্যকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। যারা ভ্যাকসিন নিবে না তাদের বহিষ্কার করা হবে।

মার্কিন নৌ বাহিনীর তথ্য মতে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার ৯৮ শতাংশ ভ্যাকসিন গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে। পেন্টাগন মুখপাত্র জন কারবি বলেন, ১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।

/এসএইচ

Exit mobile version