Site icon Jamuna Television

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ ১

পাবনায় প্রতিমা বিসর্জনের সময় দুই নৌকার সংঘর্ষে নিখোঁজ হয়েছেন ১ জন।

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাঁড়া ঘাটে শ্যালো ইঞ্জিন চালিত দুটি নৌকার সংঘর্ষে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম শুভ রায় (২৫)। তিনি ঈশ্বরদী পৌর শহরের কর্মকারপাড়া এলাকার (নুর মহল্লা) বাবলু রায়ের ছেলে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা নদীর ৫ নং সাঁড়া ঘাটে সন্ধ্যায় নৌকাযোগে প্রতিমা বিসর্জন দিতে যান হিন্দু ধর্মাবলম্বীরা। সাড়ে ৬টার দিকে দু’টি শ্যালো ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ১০ জন পানিতে পড়ে যায়। অন্যরা সবাই সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও শুভ রায় নামের ওই যুবক নিখোঁজ হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নেয়। কিন্তু রাত হয়ে যাওয়ায় অভিযান চালানো সম্ভব হয়নি। তবে, রাজশাহী ডুবুরী দলকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান নজরুল ইসলাম।

/এসএইচ

Exit mobile version