Site icon Jamuna Television

টাঙ্গাইলের লাল মাটিতে কালো থাবা

টাঙ্গাইলে আইন অমান্য করে টিলার লাল মাটি কাটার হিড়িক পড়েছে। অভিযোগ আছে, হাসপাতালের জায়গা ভরাটের নামে প্রভাবশালী একটি মহল তা বিক্রি করছে। নির্বিচারে মাটি কাটায় ঝুঁকিতে পড়ছে বেশকিছু পরিবার।

মধুপুর উপজেলার ধরাটি টান এলাকা। সেখানেই মাটি কাটার হিড়িক পড়েছে। এরইমধ্যে বেশকিছু জায়গার মাটি সাবাড় হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল এতে জড়িত। তারা মোটা টাকায় বিক্রি করছে টিলার মাটি। নির্বিচারে মাটি কাটায় ঝুঁকির মুখে পড়েছে বেশকিছু পরিবার। তবে ভয়ে মুখ খোলার সাহস নেই কারও।

তবে অভিযুক্তদের দাবি-পাশ্ববর্তী ধনবাড়ি উপজেলার বাড়ইগ্রামে হাসপাতাল নির্মাণ হবে। সেখানকার জলাশয় ভরাটের জন্য কোথাও মাটি না পেয়েই তারা হাত দিয়েছে টিলার গায়ে।

তবে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. জহরুল হক বলছেন, পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ারও আশ্বাসও দিলেন তিনি। তবে আশ্বাস নয়, সমস্যার সমাধান চায় এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, থামুক প্রভাবশালীদের দৌরাত্ম্য, বাঁচুক প্রাণ-প্রকৃতি।

Exit mobile version