Site icon Jamuna Television

ফেসবুকে শিশু সুরক্ষা নিয়ে জাকারবার্গকে কঠোর সতর্কবার্তা

ছবি: সংগৃহীত।

ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউজেনের দেয়া বিস্ফোরক কিছু তথ্যের পর ক্রমেই বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেই সূত্র ধরে এবারে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে সতর্ক করেছে বৈশ্বিক শিশু সুরক্ষা কোম্পানির বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের একটি দল। বিশ্বাসযোগ্যতার দিক দিয়ে আবারও নিজেদের প্রমাণ করতে হবে, এমনটাই হুঁশিয়ারি দেয়া হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এরই মধ্যে ৫৯ জন বিশিষ্ট বিশেষজ্ঞের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে জাকারবার্গকে। সেখানে ফেসবুক ব্যবহারে কম বয়সীদের জন্য সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রতিষ্ঠানের নেয়া পদক্ষেপ এবং অভ্যন্তরীণ মূল্যায়ন প্রকাশের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে।

ফেসবুকের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন এবং দ্য চাইল্ড রেসকিউ কোয়ালিশন ইন দ্য ইউকে।

Exit mobile version