Site icon Jamuna Television

নিজের ঘোড়ার খামারে বিয়ে হবে বিল গেটস কন্যার

জেনিফার গেটস ও নায়েল নাসের। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে জেনিফার গেটস বসছেন বিয়ের পিড়িতে। সেই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে একটি ঘোড়ার খামারে।

ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ঘোড়ার খামারটি জেনিফার গেটসের নিজেরই। তারা বাবার কাছ থেকে ১২৪ একরের ওপর অবস্থিত এই খামারটি উপহার হিসেবে পেয়েছেন। সেখানেই হবে রাজকীয় এই বিয়ে।

গেটস পরিবারের কর্মীরা ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনে তোড়জোড় শুরু করেছে। তার প্রেমিক পেশাদার ঘোড় দৌড়বিদ নায়েল নাসেরের সাথে সেখানে রাজকীয় বিয়ে হবে বলে আশা করছেন সবাই।

স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার।

Exit mobile version