Site icon Jamuna Television

কবে ঠিক হবে গোপালগঞ্জের কালনা-ভাটিয়াপাড়া সড়ক?

দীর্ঘদিন ধরে বেহাল গোপালগঞ্জের কালনা-ভাটিয়াপাড়া সড়ক। সড়কটির তিন কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা রাস্তায় দুর্ভোগের শেষ নেই যাত্রীদের। সড়ক বিভাগ বলছে অবৈধ বালু ব্যবসায়ীদের কারণে সড়কটি বারবার সংস্কার করেও ঠিক রাখা যাচ্ছে না।

যশোর, নড়াইল, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহনের চলাচল রাস্তাটি দিয়ে। অথচ গত কয়েক বছর ধরে বেহাল ওই গুরুত্বপূর্ণ সড়কটি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট থেকে ভাটিয়াপাড়া মোড় পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা যেন ভোগান্তির অন্য নাম। খানাখন্দে ভরা সড়কটিতে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।

রাস্তাটির দুপাশে গড়ে উঠেছে বালু বিক্রির শতাধিক প্রতিষ্ঠান।গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের অভিযোগ বালুবহনকারী ভারী ট্রাক চলাচলের কারণে সংস্কার করেও ঠিক রাখা যাচ্ছে না সড়কটি।

তবে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় জানালেন, অবৈধ বালু ব্যবসায়ীদের স্থানীয় প্রশাসন কয়েকবার উচ্ছেদ করেছে। তবে তাতে কোনো কাজ হয়নি।

গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের উপযোগী করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ।

Exit mobile version