Site icon Jamuna Television

বিল ক্লিনটনের শারীরিক অবস্থার উন্নতি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। খুব শিগগিরিই হাসপাতাল ছাড়তে পারবেন তিনি।

শুক্রবার (১৫ অক্টোবর) ক্লিনটনের সাথে ফোনালাপের পর এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত তিনদিন ধরে ক্যালিফোর্নিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৫ বছর বয়সী ক্লিনটন। গত মঙ্গলবার ইউরিন ইনফেকশন নিয়ে ভর্তি হন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইরভিন মেডিকেল সেন্টারে। হাসপাতালে ক্লিনটনের সাথে দেখা গেছে স্ত্রী হিলারি ক্লিনটনকেও।

ক্লিনটনের মুখপাত্র জানান, টিভি দেখে ও পত্রিকা পড়ে সময় কাটছে সাবেক প্রেসিডেন্টের। উল্লেখ্য, ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বিল ক্লিনটন।

Exit mobile version