Site icon Jamuna Television

এবারে রণবীর সিংয়ের ভূমিকায় কাপিল দেব! (ভিডিও)

ছবি: সংগৃহীত।

রণবীর সিং। নামটা বললেই মনে আসে অদ্ভুত পোশাক, নাচ, কৌতুক। । অন্যদিকে, ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাপিল দেবের চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তার জীবনীচিত্রে যে রণবীর অভিনয় করছেন তা সকলের জানা, কিন্তু এ বার রণবীরের চরিত্রে অভিনয় করলেন কাপিল। এমনটাই সম্ভব করলো ভারতের এক ক্রেডিট কার্ড সংস্থা।

https://twitter.com/therealkapildev/status/1448965513728516101?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1448965513728516101%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsports%2Fformer-indian-cricket-captain-kapil-devs-ad-goes-viral-after-mimicking-ranveer-singh-dgtl%2Fcid%2F1308750

এমন একটি ভিডিও টুইট করেছেন কাপিল দেব নিজে। তিনি লিখেছেন, ‘হেড হলে আমি ফ্যাশানেবল, টেল হলেও আমি ফ্যাশানেবল।’ ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের পোশাক পরে টেস্ট ম্যাচ খেলতে নামছেন কাপিল। ঝকমকে পোশাক পরে বল করছেন তিনি। যুদ্ধের পোশাক পরে ব্যাট করছেন, সেই বল ক্যাচ নিচ্ছেন তিনিই বাঘছাল ছাপের জামা পরে, মাথায় ঝুটি বেঁধে। ভিডিওটিতে তাকে শাড়ি পরে বল করতেও দেখা গেছে। এমন অদ্ভুত কাণ্ড করলেন গোটা বিজ্ঞাপন জুড়ে। রণবীর হয়ে উঠলেন কপিল।

এই সংস্থার বিজ্ঞাপনে আগে দেখা গিয়েছে ভেঙ্কটেশ প্রসাদ, শ্রীনাথ, রাহুল দ্রাবিড় এবং নীরজ চোপড়ার মতো ক্রীড়াবিদদের।

Exit mobile version