Site icon Jamuna Television

দেবতাকে কৃতজ্ঞ করতে গায়ে গোবর মাখেন তারা

ছবি: সংগৃহীত

দেবতার প্রতি কৃতজ্ঞতা জানাতে গায়ে গোবর মাখেন ভক্তরা। হিন্দু ধর্মীয় উৎসব দশেরায় নেপালের ভক্তপুর শহরে দেখা যায় এমন দৃশ্য।

সারা গায়ে গোবর মেখে তার উপর জ্বালানো হয় মোমবাতি। কেউ কেউ আবার হাতে গোবর মেখে তার ওপর জ্বালায় মোমবাতি। ভক্তদের বিশ্বাস তাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন দেবতা। তাই ধন্যবাদ জানিয়ে দেবতাকে সন্তুষ্ট করতেই এমন রীতি। এর ফলে সৌভাগ্য আসবে বলে বিশ্বাস তাদের। দুর্গাপূজার শেষদিনে অর্থাৎ বিজয়া দশমীতে পালন করা হয় এই রীতি।

করোনাকালীন সময়ে ভাইরাসটির ভয়াবহতা থেকে মুক্তি পেতে ভারতের অনেকেই গায়ে গোবর মেখেছেন। অনেক রাজনৈতিক নেতারা বিতর্কও সৃষ্টি করেছেন এগুলো করে।

যদিও শরীরে গোবর মাখার বিষয়ে চিকিৎসকরা সতর্ক করেছেন। এই ধরনের চর্চা স্বাস্থ্য সমস্যাকে জটিল করে তুলতে পারে বলে মত তাদের।

হিন্দু ধর্মে গরুকে একটি পবিত্র প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অনেক আগে থেকেই এ ধর্মে বিশ্বাসীরা ঘর পরিষ্কার ও প্রার্থনার জন্য গোবর ব্যবহার করে আসছে।

Exit mobile version