
ছবি: সংগৃহীত।
গুয়ান্তানামো বে কারাগার থেকে শেষ আফগান বন্দি আসাদুল্লাহ হারুন গুল (৪০) কে অবমুক্ত করে দিচ্ছে মার্কিন প্রশাসন। তার সাথে আরও একজনকেও ছেড়ে দেয়া হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডিল ইস্ট আই জানিয়েছে, হারুন গুলের ক্ষমার রায় থেকে জানা গেছে যে সে কখনোই কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ছিল না এবং সে যদি কিছু করেও থাকে তবে সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত।
উল্লেখ্য, হারুন গুলকে ২০০৭ সালে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী সংগঠনকে নেতৃত্ব দেয়ার অভিযোগ ছিল। তিনি হারুন আল-আফগানি নামেই পরিচিত। গত বছর থেকেই হারুন আল-আফগানি ভীষণরকম মানসিক অবসাদে ভুগছেন। তার সাথে অন্য যে বন্দিকে অবমুক্ত করা হচ্ছে তার নাম সালাম আল-কাজিমি। তিনি ইয়েমেনের নাগরিক।



Leave a reply