Site icon Jamuna Television

বিমান থেকে পড়ে গেলেন ক্রু

এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান থেকে কেবিন ক্রু নিচে পড়ে গেছেন। বিমানটি তখন পার্ক করা ছিল বলে রক্ষা। আহত ওই ক্রুকে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল বুধবার উগান্ডার এনতেবে বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে গালফ নিউজের খবরে জানানো হয়।

এমিরেটস এয়ারলাইনসের মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের এক কেবিন ক্রু বিমানের খোলা দরজা দিয়ে নিচে পড়ে যান। এটি তখন যাত্রীদের জন্য তৈরি করা হচ্ছিল। আহত ক্রুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় কর্তৃপক্ষকে তদন্তে সব ধরনের সহায়তা দেয়া হবে।’

Exit mobile version