Site icon Jamuna Television

আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধানের নাম বাদ

মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট অ্যাসিয়ান ন্যাশনসের (আসিয়ান) বার্ষিক শীর্ষ সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের নাম বাদ দেয়া হয়েছে।

আজ শনিবার (১৬ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করার নেতৃত্ব দেয়া সামরিক নেতাকে প্রত্যাখ্যান করেছে জোট সদস্যগুলো। তারা বলেন, শীর্ষ সম্মেলনে মিয়ানমারের রাজনৈতিক প্রতিনিধিত্বের উপস্থিতি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো একমত হতে না পারায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

মিন অং হ্লাইংয়ের পরিবর্তে একজন অ-রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছেন আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো। দশ সদস্যের এই জোট সাধারণত সদস্য রাষ্ট্রগুলোর ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না।

আসিয়ান জানিয়েছে, সেনা সরকার মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা নিরসনে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আর তার ফলশ্রুতিতে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

মিয়ানমারের জান্তা সরকার আসিয়ানের এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন।

Exit mobile version