Site icon Jamuna Television

ফ্লিপকার্টে ইয়ারফোন অর্ডার দিয়ে খালি বক্স পেলেন ভারতীয় অভিনেতা

ছবি: সংগৃহীত।

ফ্লিপকার্টে অর্ডার দিলেন ‘নাথিং এয়ার’ ব্র্যান্ডের ইয়ারফোন। আর বাস্তবেও পেলেন নাথিং।

ঠিক এমন ঘটনায় ঘটেছে ভারতের টিভি অভিনেতা পরশ কালওয়ান্তের সাথে। অর্ডারের বাক্স খুলে দেখলেন ভিতরে কিছুই নেই। সামাজিক মাধ্যমে এমনই অভিযোগ তার।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় রেগে যান তিনি। টুইটারে এ বিষয়ে লেখেন অভিনেতা। তার অভিযোগ, ফ্লিপকার্টের পরিষেবা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে সবাই ফ্লিপকার্ট থেকে কেনা বন্ধ করে দেবেন। টুইটে ফ্লিপকার্টকে ট্যাগ করেন তিনি।

এরপরে টুইটে রিপ্লাই করে ফ্লিপকার্টের অফিসিয়াল হ্যান্ডেল। সেখানে এই ঘটনার জন্য ক্ষমা চায় তারা। অভিনেতাকে তার অর্ডার আইডি দিতে অনুরোধ করা হয়।

সম্প্রতি শেষ হওয়া ফ্লিপকার্টে ‘বিগ বিলিয়ন ডেজ সেল’-এর অনেক ক্রেতাই ডেলিভারি আসেনি বলে অভিযোগ করেছেন। এক ফ্লিপকার্ট কর্মী জানিয়েছেন, প্রচুর ডেলিভারির চাপ। তাছাড়া পশ্চিমবঙ্গে দুর্গাপূজা চলছিল। তবে চিন্তার কারণ নেই। সামান্য দেরি হলেও ডেলিভারি হবে।

Exit mobile version