Site icon Jamuna Television

জম্মু কাশ্মিরে আরও দুই বেসামরিক নাগরিক খুন

জম্মু কাশ্মিরে আবারও সহিংসতার শিকার দুই বেসামরিক নাগরিক। দুই পৃথক হামলায় মৃত্যু হয়েছে কর্মসূত্রে কাশ্মিরে বসবাসকারী ওই দুজনের।

শনিবার (১৬ অক্টোবর) রাতে শ্রীনগরে হিন্দু ধর্মবলম্বীর এক ফুটপাত ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা। এর ঘন্টাখানেক পর পুলওয়ামা জেলার একটি গ্রামে গুলি করা হয় মুসলিম এক কর্মীকে। পুলিশ জানায়, নিহত প্রথমজনের বাড়ি বিহার রাজ্যে, অন্যজনের উত্তরপ্রদেশে।

এর আগে এক ঘোষণায় পুলিশ জানায়, যৌথ বাহিনীর ২৪ ঘণ্টার অভিযানে শ্রীনগর, প্যামপোর ও পুলওয়ামায় প্রাণ গেছে ৪ সন্দেহভাজন সন্ত্রাসীর। যাদের তিনজন গত সপ্তাহের তিন বেসামরিক নাগরিকের মৃত্যুর সাথে জড়িত ছিলেন। এদিকে ভারতীয় সেনাবাহিনী জানায়, সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের পর নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার হয়েছে শনিবার।

প্রসঙ্গত, কাশ্মিরে গত সপ্তাহের মৃত্যুর জেরে ১ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
এই নিয়ে বৃহস্পতিবারের সহিংসতায় নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। গত সোমবারও ভয়াবহ এক বন্দুকযুদ্ধে প্রাণ যায় ৫ সেনার।

Exit mobile version