Site icon Jamuna Television

যাদের কণ্ঠ মাতাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের উন্মাদনায় আরও বাড়িয়ে দিতে আছেন ২১ তারকা ধারাভাষ্যকারের প্যানেল। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশর হয়ে আইসিসির কমেন্ট্রি প্যানেলে প্রতিনিধিত্ব করবেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান।

আছেন কিংবদন্তি ইয়ান বিশপ, সাবেক অজি ক্রিকেটার শেন ওয়াটসনও। সদ্য ক্রিকেটকে বিদায় বলা ডেইল স্টেইনের কণ্ঠে শোনা যাবে এবারের এবারের বিশ্বকাপের ধারাবিবরণী। কমেন্ট্রি প্যানেলে আছেন শুনিল গাভাস্কারের মতো কিংবদন্তি। উইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।

সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসেইনকে পাওয়া যাবে তার তীক্ষ্ণ বিশ্লেষণে। বাংলাদেশের পরিচিত মুখ, ভারতীয় সাবেক ক্রিকেটার ও কমেন্টেটর আনজুম চোপড়া থাকছেন এই তালিকায়। পুরুষ খেলোয়াড়দের এই বৈশ্বিক ইভেন্টে আনজুম চোপড়ার সাথে আরেক নারী ধারাভাষ্যকার নাতালাই জার্মানোস।

বাংলাদেশিদের কাছে পরিচিত মুখ ড্যানি মরিসন, শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড। জাতীয় দলে খেলা সুযোগ না হলেও কমেন্ট্রি দিয়ে নজর কাড়া ইংলিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাসও থাকছেন। সাবেক আইরিশ ক্রিকেটার নেল ও’ ব্রায়েন, মাইক আথারটন আরেক নারী কমেন্টেটর নানাতালে জারমানোস আছেন ১২ সদস্যের কমেন্ট্রি প্যানেলে।

এছাড়াও, সাইমন ডুল, মুরালি কার্তিক, বাজিদ খান, অ্যালান উইলকিং, দক্ষিণ আফ্রিকান বংশদ্ভুত স্কটিশ ক্রিকেটার প্রেস্টন মমসেন ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পমি এমবাঙ্গা।

Exit mobile version