Site icon Jamuna Television

বৃষ্টিতেই বিপর্যস্ত কেরালা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কেরালা রাজ্য। বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (১৬ অক্টোবর) রেড অ্যালার্ট জারি করা হয় ত্রিশুর পালাকাড়সহ ৬ জেলায়। ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। টানা বৃষ্টিতে ভূমিধস হয়েছে কোত্তায়াম ও ইদ্দুকি জেলায়। সেখানে নিখোঁজ অন্তত ১২ জন। অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আরও ৬ জেলায়।

উদ্ধার তৎপরতায় জরুরি বিভাগের ১১টি দল মোতায়েন করা হয়েছে রাজ্যটিতে। সহায়তায় যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মীরাও। রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া বিভাগের। ২০১৮ সালে, একশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয় কেরালায়। যাতে মারা গেছেন কমপক্ষে ৪শ মানুষ, বাস্তুচ্যুত হয়েছে ২ লাখ।

Exit mobile version