Site icon Jamuna Television

ফিরমিনোর হ্যাটট্রিক, দুরন্ত সালাহ

ছবি: সংগৃহীত

শনিবার রাতে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে এক বড় জয়ের মধ্যে দিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করলেন মোহম্মদ সালাহরা। অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলের বড় জয় পেল লিভারপুল। এ ম্যাচে অলরেডসদের হয়ে হ্যাটট্রিক করেছেন দলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। বাকি দুটি গোল করেছেন মোহম্মদ সালাহ এবং সাদিও মানে।

ম্যাচের নবম মিনিটেই সাদিও মানের গোলে লিড নেয় লিভারপুল। ইংলিশ ক্লাবটির হয়ে এটি শততম গোল মানের। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফিরমিনো।

বিরতির পর ফিরমিনো ও সালাহর পরপর দুই গোলে ব্যবধান ৪-০ করে ফেলে অলরেডস। শেষ দিকে নিজের হ্যাটট্রকি পূরণ করেন ফিরমিনো। এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লিভারপুল। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি।

Exit mobile version