Site icon Jamuna Television

অভিনব কৌশল, তবুও শেষ রক্ষা হয়নি চোরের

মোটরসাইকেল চুরিতে অভিনব কৌশল অবলম্বন করলো অস্ট্রেলিয়ার এক চোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঐ চুরিতে ব্যবহৃত হয়েছিল বিশেষ গাড়ি।

দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের ইপসউইচে হয় এ ঘটনা। শুরুতে এক দোকান থেকে চুরি করে মেশিন-যন্ত্রপাতি। এরপর সেগুলো যুক্ত করে ‘ফ্রন্ট এন্ড লোডারের’ সাথে। বিশেষ বাহনটির সহায়তায় এক মোটরসাইকেলের দোকানের কাঁচের দেয়াল ভাঙে চোর। মেশিনের সাথে আটকে ফেলে দু’টি বাইক।

অবশ্য পালানোর সময় শেষ রক্ষা হয়নি। পেছন থেকে ধাওয়া করে পুলিশ। এক পর্যায়ে মোটরসাইকেল ফেলে দেয় চোর। খাদে পড়ে যায় তার গাড়িও। নেমে দৌঁড়ে পালানোর সময় আটক করে পুলিশ।

Exit mobile version