Site icon Jamuna Television

ব্রিটিশ এমপির হত্যাকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেস-এর সন্দেহভাজন হত্যাকারীকে সন্ত্রাসবাদ আইনে গ্রেফতার দেখানো হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়। ডেভিড অ্যামেস শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ‘লেই-অন-সি’ শহরে ছুরিকাঘাতে নিহত হন। ঘটনাস্থল থেকেই আলি হারবি আলি নামের ২৫ বছর বয়সী ঐ যুবককে আটক করা হয়।

পুলিশ বলছে, যুক্তরাজ্যের উগ্রপন্থী তালিকায় নাম ছিল সোমালিয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আলি’র। কয়েক বছর আগে তাকে ‘প্রিভেন্ট’ নামের সন্ত্রাসবাদ প্রতিরোধ কর্মসূচিতে পাঠানো হয়েছিলো। এদিকে, এমপি হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে লন্ডনের ৩টি এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এরইমধ্যে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল কংগ্রেস সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Exit mobile version