Site icon Jamuna Television

আজ শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

ফাইল ছবি।

দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। চলবে ১টা পর্যন্ত। দেশের ২০টি সাধারণ এবং শাহাজালাল, হাজী মোহাম্মদ দানেশসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়া হবে এই পদ্ধতিতে।

এরইমধ্যে বিশ্ববিদ্যালয়গুলো স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Exit mobile version