Site icon Jamuna Television

হলে উঠছেন রাবি শিক্ষার্থীরা

টানা ১৮ মাস বন্ধ থাকার পর আজ খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।

রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। যেসব শিক্ষার্থীরা অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন, শুরুতে তারা হলে ওঠার সুযোগ পাচ্ছেন। দেখাতে হচ্ছে টিকা নেয়ার প্রমাণপত্র ও হল কার্ড।

হলে ওঠার শর্ত হিসেবে তাদের মানতে হবে মাস্ক ব্যবহারসহ ১০টি নির্দেশনা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাধ্যতামূলক মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।

যারা এখনও টিকা পাননি তাদের জন্য ২০ হাজার ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করেছে প্রশাসন। সকাল থেকে তাদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। আগামী ২০ অক্টোবর থেকে রাবিতে সশরীরে শুরু হবে ক্লাস।

Exit mobile version