Site icon Jamuna Television

ঢাবি ক্যাম্পাস খোলায় সরব ছাত্র সংগঠনগুলো

অনেক দিন পর ক্যাম্পাস খোলায় ক্যাম্পাসে সরব উপস্থিতি দেখা গেছে ছাত্র সংগঠনগুলোর। সকাল থেকেই ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র মধুর ক্যান্টিনে জড়ো হয় সংগঠনগুলোর নেতাকর্মীরা।

রোববার (১৭ অক্টোবর) সকালে হল থেকে মিছিল করে বের হন ছাত্রলীগের নেতাকর্মীরা। অবস্থান নেন মধুর ক্যান্টিনে ভেতরে। অন্যদিকে, ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে আসেন। দু’টি ছাত্রসংগঠনের নেতাকর্মীরাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের আশাবাদ জানিয়েছে।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, যে কোনো মূল্যে ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে ছাত্রদল।

অপরদিকে ছাত্রলীগের সহ সভাপতি রাকিব হোসেন বলেন, রাজনীতির নামে কোনো অরাজকতা সৃষ্টি করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

Exit mobile version