Site icon Jamuna Television

যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ মিলেছে

ক্যাসিনোকাণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ ৭ জনের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি।

রোববার (১৭ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে কর্মকর্তারা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেছেন। আগামী সপ্তাহে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মুজিবুর রহমানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

অভিযুক্ত অন্যরা হলেন, খালেদ মাহমুদ ভূঁইয়া, এনামুল হক আরমান, রাজীব হোসেন রানা, জামাল ভাটারা, মোমিনুল হক সাইদ ও শাজাহান বাবুল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন জানান, জমা দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া বিপুল পরিমাণ ওই অর্থ উদ্ধারে কাজ করছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য জানাতে গত বছরের ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট ।

Exit mobile version