Site icon Jamuna Television

সরকারের আরও সতর্ক থাকা উচিত ছিল: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

দুর্গাপূজার মন্ডপে হামলার ঘটনায় সরকারের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৭ অক্টোবর) বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

পূজায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাটি অকল্পনীয় ছিল বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, তারা সুযোগ পেলেই ছোবল দেয়। হামলার সাথে জামায়াত-বিএনপি জড়িতের ইঙ্গিত করে কাদের বলেন, তাদের বন্ধন কোনো দিনও ছিন্ন হবে না। কিন্তু সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

Exit mobile version