Site icon Jamuna Television

বিজয়নগরে বাস চাপায় নারীর মৃত্যু

ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় শাফিয়া বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। রোববার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাফিয়া বেগম বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের মৃত সেকান্দার আলীর মেয়ে। তিনি একজন ভিক্ষুক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শাফিয়া বেগম রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ইউনিক বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাঞ্চন কুমার জানান, ঘাতক বাসটিকে আটক করা যায়নি। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

Exit mobile version