Site icon Jamuna Television

ওমানকে ১৩০ রানের টার্গেট দিলো পাপুয়া নিউগিনি

জিশান মাকসুদের ঝুলিতে আরও একটি উইকেট। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেছে পাপুয়া নিউগিনি। জিশান মাকসুদের বোলিং তোপে অধিনায়ক আসাদ ভালা এবং চার্লস অ্যামিনির ৮১ রানের জুটিকে কাজে লাগিয়ে ১৩০ এর বেশি রানের টার্গেট ওমানকে ছুড়ে দিতে পারেনি পাপুয়া নিউগিনি।

ইনিংসের শুরুতে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন পাপুয়া নিউগিনির দুই ওপেনার টনি উরা ও লেগা সিয়াকা। শূন্য রানে দুই উইকেট হারানোর পর আসাদ ভালা ও চার্লস অ্যামিনির জুটিতে বড় সংগ্রহের দিকেই যাচ্ছিল পাপুয়া নিউগিনি। ২৬ বলে ৩৭ রান করে চার্লস অ্যামিনি রান আউট হলে ভাঙে ৮১ রানের জুটি।

দলীয় ১০২ রানের মাথায় ব্যক্তিগত ৫৬ রানে আউট হন অধিনায়ক আসাদ ভালা। তারা ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়। এরপর ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় পাপুয়া নিউগিনি। আর কোনো ব্যাটারই পারেননি ন্যূনতম প্রতিরোধ গড়তে। আটজন ব্যাটারের ইনিংসই শেষ হয়েছে এক অঙ্কের ঘরে।

ওমান অধিনায়ক জিশান মাকসুদ নেন ২০ রানে ৪ উইকেট। এছাড়া দুই পেসার বিলাল খান ও কালিমুল্লাহ নেন দুটি করে উইকেট।

Exit mobile version