Site icon Jamuna Television

মার্কিন ডলার প্রবেশ করানোয় দণ্ডিত ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর

ছবি: সংগৃহীত

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে ১০ বছরের কারাদণ্ড দিলেন দেশটির আদালত। মুদ্রা ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ওয়ালিউল্লাহ্ সাঈফ পেলেন এ শাস্তি।

সাবেক এ গভর্নরের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি মুদ্রা পাচারের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। একই অভিযোগে তৎকালীন ডেপুটি গভর্নর আহমদ আরাগশিকেও ৮ বছরের কারাদণ্ড শোনান আদালত।

কেন্দ্রীয় ব্যাংকের আরো আট কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। অবশ্য সবাই সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পাবেন।

রায়ে বলা হয়, ২০১৬ সালে আসামিরা অবৈধভাবে দেশের মুদ্রাবাজারে ১৬ কোটি মার্কিন ডলার এবং দুই কোটি ইউরো প্রবেশ করায়। যার জন্য অর্থ ব্যবস্থাপনায় হঠাৎ করেই দেখা দেয় অস্থিরতা। যদিও মার্কিন নিষেধাজ্ঞাও মূল্যস্ফীতির জন্য অনেকটা দায়ী। বর্তমানে এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৪২ হাজার ২০০ ইরানি রিয়াল।

Exit mobile version