Site icon Jamuna Television

গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন

ছবি: সংগৃহীত।

চীন গত আগস্টে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। আর এই ব্যপারে মার্কিন গোয়ান্দা বাহিনী অনেকটা বিস্ময় প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনা সামরিক বাহিনী একটি হাইপারসনিক গ্লাইড যান বহনকারী রকেট উৎক্ষেপণ করে যা নিম্ন কক্ষপথ দিয়ে উড়ে যায়। লক্ষ্যের দিকে যাওয়ার আগে সেটি বিশ্ব প্রদক্ষিণ করে।

পরীক্ষাটি দেখিয়েছে যে চীন হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে এবং মার্কিন কর্মকর্তাদের উপলব্ধির চেয়ে তারা অনেক বেশি অগ্রসর হয়েছে।

রোববার (১৭ আগস্ট) এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি মন্তব্য চায় রয়টার্স। তবে এ প্রস্তাবে চীন কোনো তথ্য প্রদান করেনি।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। গত মাসে উত্তর কোরিয়া বলেছিল, তারাও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।

Exit mobile version