Site icon Jamuna Television

মহাকাশে শ্যুটিং শেষে পৃথিবীতে ফিরলেন রাশিয়ান অভিনেত্রী

রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ

পৃথিবী ছাড়িয়ে মহাকাশে গিয়ে শ্যুটিং অবিশ্বাস্যই বটে। সেই অবিশ্বাস্য কাজটিই সম্পন্ন করে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ।

সিনেমাটির নাম ‘দ্য চ্যালেঞ্জ’। রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কাজাখস্তানে অবতরণ করে তাদের স্পেসক্রাফট।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, মোট ১২ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অরবিটে এই সিনেমার শ্যুটিং হয়েছে। সিনেমাটিতে ইউলিয়া পেরেসিলদ অভিনয় করেছেন একজন চিকিৎসকের ভূমিকায়। ঘটনাক্রমে তাকে মহাকাশে যেতে হয় একজন নভোচারীর প্রাণ বাঁচানোর জন্য। সেই দৃশ্যকে বাস্তবসম্মত করার জন্যই মহাকাশে শ্যুটিং করা হয়েছে।

যদিও গত বছর ঘোষণা আসে যে, হলিউড তারকা টম ক্রুজ মহাকাশে গিয়ে তার সিনেমার শ্যুটিং করবেন। তবে তিনি যাওয়ার আগেই ইতিহাস রচনা করে ফেললেন রাশিয়ান অভিনেত্রী ও নির্মাতা।

Exit mobile version