Site icon Jamuna Television

রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

প্রতীকী ছবি

রাশিয়ায় আবারও বিষাক্ত মদ পান করে ১৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির উরাল পর্বতমালার পূর্বে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে। রোববার (১৭ অক্টোবর) স্কাই নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটি জানিয়েছে, মৃত্যুর আগে ওই ব্যক্তিরা মিথানলযুক্ত মদ পান করেছিলেন। মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে বিষাক্ত এই অ্যালকোহলটি ব্যবহার করা হয়ে থাকে।

রুশ ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিষাক্ত মদ পানের কারণেই ওই ব্যক্তিরা মারা গেছেন।

এর আগে বিষাক্ত মদ পান করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। তদন্ত উঠে আসে, গত ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের ওই ব্যক্তিরা ওই মদ কিনে এনেছিলেন। এ ছাড়া বিষাক্ত মদ বিক্রেতাদের দু’জনকেও আটক করা হয়েছে। 

Exit mobile version