Site icon Jamuna Television

নোয়াখালীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে রাতের আধারে পুকুরে বিষ ঢেলে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী মাছের খামারির নাম মো.জোবায়ের হোসেন জামরুল।

রোববার (১৭ অক্টোবর) ভোরবেলা উপজেলার ৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের জোবায়েরের মাছের খামারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাছের খামারি বলেন, প্রতিবেশি মো.দেলোয়ার হোসেন রুবেল, টিপু সুলতান, আনোয়ার হোসেন ও মুকবুল আহম্মদের সাথে দীর্ঘদিন যাবত আমাদের পারিবারিক কলহ রয়েছে। গত কয়েকমাস পূর্বে বিদ্যুতের খুঁটি নিয়ে তাদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়েছে। এর কিছুদিন পর পুকুরে রাতের আধারে কে বা কারা বিষ ঢেলে প্রায় ৬-৭ লাখ টাকার মাছ নিধন করেছে। ঠিক একই রকম ভাবে আজ ভোর রাতে পুনরায় আমার দুই লাখ টাকার মাছ পূর্বের মতো পুকুরে বিষ ঢেলে নিধন করেছে। পুকুরপাড়ে একটি বিষাক্ত সরঞ্জাম মেশানোর পলিথিন পেয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক। তিনি জানান, লিখিত অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার চান স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসিরা।

Exit mobile version