Site icon Jamuna Television

‘আফগান- পাক সীমান্ত সন্ত্রাসীদের অভয়ারণ্য’

ছবি: সংগৃহীত।

পাকিস্তান- আফগানিস্তান সীমান্তের দুর্গম ভূখণ্ড আবারও বিশ্বের এক নম্বর সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হিসেবে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন একজন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ ইরাকালিস ভোরিডিস লিখেছেন, আফগানিস্তানে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতা ইতিমধ্যেই বেড়ে চলেছে। আমেরিকান এবং ন্যাটো বাহিনীর অনুপস্থিতিতে এই অবস্থা আরও খারাপ হতে পারে।

তার ভাষ্যমতে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগান জনগণ মানবিক এবং সংকটময় সময় পার করছে। কিন্তু দেশটির এমন সরকার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করছে পাকিস্তান। আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে সে গুলোকে নিবিড় সমর্থন দিয়ে যাচ্ছে পাকিস্তান। কাবুলের সাথে তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করতে চায় পাকিস্তান।

Exit mobile version