Site icon Jamuna Television

বিল গেটস কন্যার বিয়ে হলো মুসলিম রীতিতে

ছবি: সংগৃহীত।

দীর্ঘদিনের প্রেমিকের সাথেই অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের কন্যা জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টির নর্থ সালেমের ১২৪ একরের ঘোড়ার খামারে মুসলিম প্রেমিক নায়েল নাসেরকে (৩০) বিয়ে করেছেন জেনিফার।

স্থানীয় সময় শুক্রবার রাতে মুসলিম রীতিতে মিশরের নাগরিক ও অশ্বারোহি নাসেরকে বিয়ে করেন জেনিফার। এরপর শনিবার বিকেলে নর্থ সালেমের ঘোড়ার খামারে অনুষ্ঠিত হয় রাজকীয় অনুষ্ঠান। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত ছিলেন ৩০০ অতিথি।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটসও। নিজ হাতে মেয়েকে তুলে দেন নাসেরের হাতে। শনিবারের অনুষ্ঠানে মানা হয় জেনিফারের নিজের ধর্মীয় রীতি। সেখানে উপস্থিত ছিলেন জেনিফার গেটসের মা মেলিন্ডাও। বিচ্ছেদের পর মেয়ের বিয়ের জন্য আবারও এক হন তারা।

ঘোড়ার খামারটা অবশ্য জেনিফারের নিজের। ২০১৮ সালে স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। নাসেরের স্বামীও একজন পেশাদার ঘৌড়দৌড়বিদ। এই সূত্রেই ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের। আর অবশেষে দুজনের প্রণয় পেলো পরিণতি।

Exit mobile version