Site icon Jamuna Television

১৬০ হুতি বিদ্রোহীকে হত্যার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

ছবি: সংগৃহীত

ইয়েমেনের মারিব প্রদেশে ব্যাপক বিমান অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। রোববারই (১৭ অক্টোবর) ১৬০ হুতি বিদ্রোহীকে হত্যার দাবি করলো তারা।

সৌদি প্রেস এজেন্সির দাবি, একদিনেই বিদ্রোহীদের গোপন আস্তানা লক্ষ্য করে ৩২ দফা মিসাইল ছোঁড়া হয়। তাতে ধ্বংস হয় ১১টি সামরিক যান প্রাণ হারায় দেড় শতাধিক বিদ্রোহী। অবশ্য হুতিদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ইয়েমেন সরকার এবং সৌদি জোটের দাবি, গেলো সোমবার থেকে মারিব এলাকায় চালানো বিমান অভিযানে ৭০০’র বেশি বিদ্রোহী প্রাণ হারিয়েছে। ফেব্রুয়ারি মাসে তুমুল সংঘাতের পর অঞ্চলটির দখল নেয় বিদ্রোহীরা।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক কমিশনের তথ্য অনুযায়ী, সেসময় থেকেই প্রাণভয়ে মারিব ছাড়েন লাখো মানুষ। শুধু সেপ্টেম্বরেই সংখ্যাটি ছিলো ১০ হাজারের ওপর।

Exit mobile version