Site icon Jamuna Television

পঞ্চগড়ে শুরু শীতের আমেজ

ছবি: সংগৃহীত।

শীত অনুভূত হতে শুরু করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। দিনে গরম, তবে সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস বইছে পুরো এলাকায়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢাকা থাকে চারপাশ। সপ্তাহখানেকের মধ্যে তাপমাত্রার পারদ আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে একটু আগেভাগেই দেখা মেলে শীতের। আলো ফুটলেও বিদায় হতে চাইছে না শিশির বিন্দু। জানান দিচ্ছে, হিম আগমনীর। সূর্যাস্তের পর ঠাণ্ডা অনুভূত হচ্ছে ঠাণ্ডা।

সীমান্তবর্তী উপজেলার প্রধান প্রশাসন কর্তা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার শীতের আমেজ এসেছে কিছুটা দেরিতে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রার তারতম্য বেড়েছে। দিনে পারদ ৩৫ এর ঘরে থাকলেও রাতে তা নেমে যাচ্ছে ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

Exit mobile version