Site icon Jamuna Television

দেড় বছর পর বিশ্বে করোনায় সর্বনিম্ন মৃত্যু

ছবি: সংগৃহীত

মহামারির দেড়বছরের বেশি সময় পর দিনে ৪,২৩৫ জনের মৃত্যু দেখলো বিশ্ব। সবশেষ ২০২০ সালের পহেলা এপ্রিল ছিলো এতোটা কম প্রাণহানি।

এখন পর্যন্ত করোনায় মোট প্রাণহানি হয়েছে ৪৯ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। দৈনিক প্রাণহানির দিক থেকে দ্বিতীয় দিনের মতো শীর্ষে অবস্থান করছে রাশিয়া। রোববারও হাজারের মতো মানুষের মৃত্যু লিপিবদ্ধ করছে দেশটি। পরের অবস্থানে ছিল মেক্সিকো, দেশটিতে মারা গেছেন ৩১৩ জন। ইউক্রেন ও রোমানিয়ায় দুই শতাধিক করোনা রোগীর মৃত্যু লিপিবদ্ধ করা হয়।

অন্যদিকে, সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে ব্রিটেন। দেশটিতে ৪৫ হাজারের বেশি মানুষের দেহে মিলছে ভাইরাসটি। যুক্তরাষ্ট্রে হঠাৎই কমে গেছে দৈনিক মৃত্যু-সংক্রমণ শনাক্ত। রোববার দেশটিতে ১৬১ জন মারা গেছেন করোনায়; ১৮ হাজার মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ১৪ লাখের ওপর সংক্রমণ।

Exit mobile version