Site icon Jamuna Television

শিবালয় থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

ছবি: প্রতীকী

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়।

রোববার রাতে উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। মো. শামীম ওই গ্রামের শাহজাহানের ছেলে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে দুপুরে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমকে গ্রেফতার করা হয়। শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অন্যদের প্ররোচিত করে আসছিল। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version