Site icon Jamuna Television

কোহলি-রোহিতদের দায়িত্ব বুঝে নিয়েছেন ধোনি

ছবি: সংগৃহীত

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চতুর্থ শিরোপা জিতে একদিনের বিরতি নিয়েই ভারতীয় বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

রোববার (১৭ অক্টোবর) মেন্টর হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি-রোহিতদের দায়িত্ব বুঝে নেন ধোনি। তাকে সাদরে বরণও করে নিয়েছে রোহিত-কোহলিরা।

ভারতের কোচিং স্টাফের সঙ্গে ধোনির একটি ছবি পোস্ট করে বিসিসিআই তাকে রাজা উল্লেখ করে টুইটে লেখে, রাজাকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। এমএস ধোনি ভারত দলে ফিরেছেন, নতুন ভূমিকায়।

উল্লেখ্য, ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

Exit mobile version