Site icon Jamuna Television

ওয়ানডে স্ট্যাটাস পেলো নেপাল

বিশ্বকাপ বাছাইয়ে প্লে অফের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে নেপাল। তারা জিতেছে ৬ উইকেটে। এশিয়ার ষষ্ঠ দেশ হিসেবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেপাল। যার মেয়াদ থাকবে ২০২২ সাল পর্যন্ত।

এমন অর্জনে অবশ্য নেদারল্যান্ডসকে ধন্যবাদ দিতেই পারে নেপাল। হংকংয়ের কাছে তাদের হারই সহজ পরিসংখ্যানের সামনে দাঁড় করায় নেপালকে। তাদের বোর্ডের জন্য অবশ্যই সুখবর এটি। কারণ বর্তমানে বোর্ডের ওপর রয়েছে আইসিসির নিষেধাজ্ঞা।

নেপালের ঐতিহাসিক এই দিনে ব্যাট-বলে জ্বল-জ্বলে পারফরম্যান্স করেছেন দিপেন্দ্র সিং এইরি। তার ১৪ রানে ৪ উইকেট শিকারে ১১৪ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। ২৯ রানে সমান ৪ উইকেট নেন আরেক তারকা লামিচানে। অবশ্য নেপালের হয়ে এই লামিচানেই প্রথম ইতিহাস গড়েছেন আইপিএল ও সিপিএলে নাম লিখিয়ে।

এবার তার পর দলের ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তিতে ভূমিকা রাখলেন এইরি। তার হাফ সেঞ্চুরিতে ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেপাল। এইরি অপরাজিত থাকেন ৫০ রানে।

Exit mobile version