Site icon Jamuna Television

‘দেশে যেনো আর কোনো শিশু নির্যাতিত না হয়, কোনো হত্যা না হয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে যেনো আর কোনো শিশু নির্যাতিত না হয়, আর কোনো হত্যা, ক্যু, ষড়যন্ত্র না হয়। শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে এ আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট রাসেলের জন্ম, বেড়ে ওঠার দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঘাতকরা শিশু রাসেলকেও হত্যা করেছিল গুলি করে। শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, শিশুদের ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। তাদের প্রতিভা বিকাশে সবাইকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তরুণ মেধাবী বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের মাঝে দেয়া হয় ল্যাপটপ।

ইউএইচ/

Exit mobile version