Site icon Jamuna Television

ঝিনাইদহ যুবলীগ নেতা হত্যার ১১ বছর পর ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:

দীর্ঘ প্রায় ১১ বছর পর চাঞ্চল্যকর ঝিনাইদহ যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা মামলার রায় প্রদান করেছেন আদালত। এসময় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত সাত আসামি উপস্থিত ছিল। আদালতের পিপি অ্যাড. মোহাম্মদ ইসমাইল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে ৭ জুলাই নিজ বাড়ি সদর উপজেলার কাশিমপুর এলাকায় যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়ে মারা যান যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি।

এ ঘটনার পরদিন ৮ জুলাই নিহতের বাবা সিরাজুল ইসলাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

Exit mobile version